Home জাতীয় নামসর্বস্ব অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী

নামসর্বস্ব অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী

by Amir Shohel
জিয়াউর

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা অত্যন্ত মেধাবী, প্রাজ্ঞ এবং সুলেখক। তাদের রিপোর্টিং সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। ভাষাহীনকে ভাষা দিতে ও ক্ষমতাহীনকে ক্ষমতাবান করতে পারে, যা অনেক সাংবাদিক নিষ্ঠার সঙ্গে করে আসছেন।

২২ জুলাই বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিফ্রিংয়ে ‘নামসর্বস্ব পত্রিকা ও সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মহাপরিচালকের পদত্যাগ স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদত্যাগ করায় আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ স্বাস্থ্য অধিদফতর নিয়ে জনমনে অনেক অসন্তুষ্টি তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদফতরের কর্তাব্যক্তিদের নিয়ে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি, তার পদত্যাগ স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।


ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like