সন্তানের নাম রাখা নিয়ে টেনশনে পড়ে যান অনেক মা-বাবা। অনেক ভেবেও যারা নাম ঠিক করতে পারেন না, তারা দ্বারস্থ হন অন্য কারও। আর এই নাম রাখার কাজটি করেই বছরে কোটি টাকা আয় করছেন নিউইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে।
৩৩ বছর বয়সী এ আমেরিকান নারী প্রতিটি নামের জন্য সম্মানি নিচ্ছেন ১৫শ’ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত।
নিউইয়র্কার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হামফ্রে জানান, গত বছরেই তিনি নাম রেখেছেন ১০০টি শিশুর। সেই হিসেবে বছরে আয় তার কয়েক কোটি টাকা ছাড়াতেই পারে।
হামফ্রের এ নাম-বাণিজ্যের নেপথ্যে মূলত মা-বাবার আইডিয়ার অভাবই কাজ করছে বেশি। আগে যেসব নাম রাখার চল ছিল, সেসবে এখন অনেক অভিভাবকেরই অরুচি এসে গেছে। শিশুদের নাম রাখার বইয়ের প্রতিও আগ্রহ পান না অনেকে।
আবার কেউ কেউ চান তাদের শিশুর নামের মধ্যে বংশপরিচয় থেকে শুরু করে অভিনবত্বও থাকুক। আর এসব কারণেই হামফ্রের পোয়াবারো।
নিত্য নতুন নাম রাখার এ ‘বিরল’ প্রতিভার কথা হামফ্রে বুঝতে পারেন ২০১৫ সালে। ইনস্টাগ্রামে ‘হোয়াটসইনআবেবিনেম’নামে একটি আইডি খুলে তাতে কিছু শিশুর নাম পোস্ট করতেই বেশ সাড়া পান তিনি।
২০১৮ সাল পর্যন্ত বিনামূল্যেই মানুষকে নাম-সেবা দিয়ে এসেছেন। এরপরই বিষয়টাকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা আসে মাথায়। প্রফেশনাল ‘বেবি-নেমার’দের তালিকায় এখন হামফ্রের নামটাও আছে প্রথম সারিতে।
ভয়েস টিভি/এসএফ