Home বিশ্ব নারী শিক্ষা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি তালেবানের

নারী শিক্ষা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি তালেবানের

by Shohag Ferdaus

দুই দশক পর আবারও তালেবান শাসন শুরু হতে যাচ্ছে আফগানিস্তানে। ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি পদত্যাগ করেছেন। তার দেশ ছেড়ে পালানোর খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, তারা নারীদের অধিকারের প্রতি সম্মান দেখাবেন। নারীদের একা বাড়ির বাইরে যেতে দেয়া হবে এবং তাদের শিক্ষা ও কাজের সুযোগও বহাল থাকবে।

মনে করা হচ্ছে, তালেবানকে নিয়ে সারা বিশ্বে যে উদ্বেগ রয়েছে তা অবসানের জন্যই এ বিবৃতি।

তবে ইতোমধ্যে তালেবানে দখলে চলে যাওয়া কান্দাহার থেকে খবর পাওয়া গেছে যে সেখানে ব্যাংকে কর্মরত নারীদের বলা হয়েছে, এখন থেকে তাদের জায়গায় কাজ করবে পুরুষ আত্মীয়রা।

আফগানিস্তানের অন্য জায়গা থেকেও নারীদের বাইরে যেতে না দেয়ার এবং বোরকা পরতে বাধ্য করার খবর এসেছে।

রোববার টোলো নিউজ নামে আফগান বার্তা সংস্থার প্রধান লোৎফুল্লাহ নাজাফিজাদা একটি ছবি টুইট করেছেন- যাতে দেখা যাচ্ছে যে কাবুলের একটি দেয়ালে থাকা নারীর ছবি সাদা রঙ দিয়ে ঢেকে দেয়া হচ্ছে।

তালেবান মুখপাত্র আরো বলেছেন, সংবাদ মাধ্যমকে অবাধে সমালোচনা করতে দেয়া হবে, তবে তারা ‘চরিত্র হননে’ লিপ্ত হতে পারবে না।

You may also like