Home ধর্ম সতী নারীর প্রতি অপবাদ দেয়ার বিষয়ে ইসলাম

সতী নারীর প্রতি অপবাদ দেয়ার বিষয়ে ইসলাম

by Newsroom

ইসলামে মানুষের জীবনের মতো তার সম্মান ও সম্ভ্রম মূল্যবান। তাই মানুষের সম্মানহানি হয় এমন কাজ ইসলামে নিষিদ্ধ। বিশেষ করে সচ্চরিত্রা বা সতী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া জঘন্যতম পাপ ও গুনাহ।

আল্লাহ বলেন, ‘যারা সচ্চরিত্র ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি।’ (সুরা : নুর, আয়াত : ২৩)

কোনো চরিত্র নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়াকে ইসলামী আইনের ভাষায় কজফ বলা হয়। কেউ কজফের অভিযোগে অভিযুক্ত হলে সে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা হারায়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like