Home সারাদেশ চাঁদপুরে বাস উল্টে খালে পড়ে দুই নারী নিহত

চাঁদপুরে বাস উল্টে খালে পড়ে দুই নারী নিহত

by Newsroom
নারী নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাস উল্টে খালে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।

৮ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মৌতাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিবা রানী দাস (৬১) ও গীতা রানী (৬৫)। তাদের বাড়ি শাহরাস্তির নাওড়া গ্রামে।

এলাকাবাসীর বরাত দিয়ে শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান, বেলা ১১টার দিকে চাঁদপুরগামী বোগদাদ যাত্রীবাহী বাস উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like