Home বিনোদন নারী স্বাধীনতা প্রিয় হলেই পতিতা বলা হয়: প্রভা

নারী স্বাধীনতা প্রিয় হলেই পতিতা বলা হয়: প্রভা

by Shohag Ferdaus

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এবার নারীর প্রতি বিদ্বেষের বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথাও বলেছেন এই অভিনেত্রী।

১৭ মার্চ নিজের ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব বিষয়ে লিখেছেন প্রভা।

জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে নিজে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। কোনো ছেলে সন্তান জন্ম না হলে বলা হয় ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই, তারই সব দোষ। আবার কোনো নারী যদি ধনী এবং স্বাধীনতা প্রিয় হয় তাহলে তাকে পতিতা বলা হয়।

তিনি আরও লিখেছেন, কোনো সন্তান খারাপ হলে সব দোষ মায়ের, তার মা-ই খারাপ করেছে সন্তানকে। কোনো মেয়ে যদি খেলাধুলা করতে যায় তাহলে বলা হয়- তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না।

প্রভা আরও লিখেছেন, কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়। আসুন সবাই নারীদের সম্মান করি।

২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে প্রবেশ করেন প্রভা। বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। এছাড়া নাটক-টেলিফিল্মে কাজ করে দর্শক হৃদয়ে অল্পতেই জায়গা করে নিয়েছেন তিনি। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ’ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘হানিমুন’ ও ‘খুনসুটি’।

ভয়েস টিভি/এসএফ

You may also like