Home সারাদেশ নাসিক নির্বাচনে নৌকার পক্ষে মাঠে থাকার ঘোষণা

নাসিক নির্বাচনে নৌকার পক্ষে মাঠে থাকার ঘোষণা

by Mesbah Mukul

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সোমবার ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, আমি নৌকার বিরুদ্ধে নই, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।

তিনি আরও বলেন, নির্বাচন আসলেই একটা সমস্যা হয়ে যায়। এখন আমার অবস্থা ‘গরিবের বউ যেন সবার ভাবি’। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার। দুজনে দুজনকে দিয়ে দিতে চায়।

আরও পড়ুন :  নাসিক নির্বাচনে উত্তাপ, আইভির বিপক্ষে তৈমুর!

শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক আর কলাগাছ হোক, সব সময় নৌকার প্রতি সাপোর্ট থাকবে।

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‌‌‌‌‌‌‌আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবিয়ে দেবে। হাতি সাইজে বড় হতে পারে; আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেব, কিন্তু নৌকার ওপর উঠতে দেব না।

ভয়েসটিভি/এমএম

You may also like