Home শিক্ষাঙ্গন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ইবি অধ্যাপক নাসিম বানু

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ইবি অধ্যাপক নাসিম বানু

by Shohag Ferdaus
বানু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু। আগামী চার বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুযায়ী অধ্যাপক ড. নাসিম বানুকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে অধ্যাপক ড. নাসিম বানু ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like