Home প্রবাসী দেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

দেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

by Shohag Ferdaus
নিউইয়র্কে

ধর্ষকদের শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক আন্দোলনের কর্মী মুজাহিদ আনসারি বলেন, যারা ইনিয়ে-বিনিয়ে ধর্ষকদের সমর্থনে কথা বলেন, পোশাককে দায়ী করে ধর্ষকদের বাঁচাতে চান, তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার দাবি করছি আমরা।

সাংবাদিক ও গীতিকার দর্পণ কবীর বলেন, এই বৈরি আবহওয়ায় আমরা এখানে ২৫-৩০ জন উপস্থিত হলেও আমি মনে করি এখানে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সব বিষয়ে কেনো প্রধানমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হবে? দেশের অন্যান্য মন্ত্রী-এমপিরা কী করেন? স্থানীয় নেতৃবৃন্দরা এর বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলছে না কেন? অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বিচার ব্যবস্থার উন্নতি হলে এসব অপরাধ কমবে বলে আমি বিশ্বাস করি।

প্রতিবাদ সভার সমন্বয়কারী তোফাজ্জল লিটনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মণিকা রায়, সাংবাদিক নাজমুল আহসান, আবৃত্তিকার কান্তা কবির, লেখক আসলাম আহমাদ খান, লেখক ও ছড়াকার ইশতিয়াক রুপু, বাংলাদেশ গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তাজুল ইসলাম, লেখিকা শেলী জামান খান, নির্মাতা রহমান টিটো, সহযোগী নার্স সীমা সুস্মিতা, জুয়েল মালিক, জুলিয়েট রোজারিও, বিভাষ মল্লিক, শেখ শোয়েব সাজ্জাদ, ইলা সরকার ও বিউটি খানম।

ভয়েস টিভি/এসএফ

You may also like