Home সারাদেশ নিক্সনকে ‘আজীবনের’ জন্য বহিষ্কার করা হবে: দেওয়ান কামাল

নিক্সনকে ‘আজীবনের’ জন্য বহিষ্কার করা হবে: দেওয়ান কামাল

by Newsroom
নিক্সনকে

নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নিক্সনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেন দলের শীর্ষ নেতারা। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, জেলা মহিলা আ’লীগের সভাপতি রোকেয়া ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি প্রমুখ।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমানের উপর হামলার ঘটনায় শাস্তির দাবি করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, শুধু এই ঘটনা নয়। নাহিদুল ইসলাম নিক্সনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

জেলা আওয়ামীলীগের সম্মেলনের দিনও স্টেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে।
তাকে দল থেকে আজীবন বহিষ্কারের জন্য সকল পর্যায়ের নেতাদের স্বাক্ষর নিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে নাহিদুল ইসলাম নিক্সনের বিরুদ্ধে।

রাতেই তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়েস টিভি/এনএ/টিআর

You may also like