Home বিশ্ব নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

by Newsroom

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত হল নিজস্ব প্রযুক্তির কুইক রি-অ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (কিউআরএসএএম)। যা মাঝারি পরিসীমা ও উচ্চতায় পাইলটহীন বিমানের উপর সরাসরি আঘাত করতে সমর্থ সক্ষম।

১৩ নভেম্বর শুক্রবার উড়িষ্যা উপকূলে এর সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

শুক্রবার কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আন্তসীমান্ত গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত ১৪ জন নিহত হয়ে।  কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের দিনেই ওই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লাঞ্চার থেকে ছোড়ার উপযোগী। এই লাঞ্চারে ছয়টি ক্ষেপণাস্ত্র এক সঙ্গে বহন করা যায়।

ভারতীয় বিবৃতিতে জানানো হয়েছে, উড়ন্ত যেকোনও লক্ষ্যবস্তুকে অতি দ্রুত শনাক্ত এবং তাতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশে ক্ষেপণাস্ত্রটির নকশা করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like