Home বিনোদন নিজ এলাকায় শুটিং, উচ্ছ্বসিত জ্যোতি

নিজ এলাকায় শুটিং, উচ্ছ্বসিত জ্যোতি

by Amir Shohel

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন নুরুল আলম আতিক। ১ অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে ছবিটির।

‘লাল মোরগের ঝুঁটি’তে জ্যোতিকা জ্যোতি দীপালি চরিত্রে অভিনয় করছেন। ৩ অক্টোবর শনিবার থেকে গৌরিপুরে ছবিটির শুটিং হচ্ছে। এ জন্যই আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করছে এই অভিনেত্রীর মধ্যে। কারণ এই প্রথম নিজের উপজেলায় কোন ছবির শুটিং করছেন এ অভিনেত্রী।

জ্যোতি বলেন, ‘নিজের জন্মস্থানে শুটিং শুরু করলাম । তাই এক ধরনের উত্তেজনা কাজ করছে।’

‘লাল মোরগের জুটি’ ছবির মাধ্যমে অনেক দিন পর ছবির শুটিংয়ে ফিরলেন জ্যোতি। এতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ বলেও জানালেন। এতে অনেক তারকা শিল্পী অভিনয় করছেন। এর মধ্যে জ্যোতির সহশিল্পী হিসেবে রয়েছেন দীপক সুমন।

ছবিতে জ্যোতি ও দীপক ছাড়াও রয়েছেন আশনা হাবিব ভাবনা। ভাবনা ছবিতে পদ্ম চরিত্রে রয়েছেন। সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’র ২০১৬ সালের দিকে কিছু অংশের শুটিং হয়েছিল। তখন তাতে জ্যোতিও অংশ নেন। মাঝে বাজেট সংকটে পড়েন পরিচালক। তাতে করে অনেকদিন এর শুটিং বন্ধ থাকে। বিরতি কাটিয়ে আবার শুরু হলো ছবিটির শুটিং।

ভয়েসটিভি/এএস

You may also like