Home সারাদেশ সাতক্ষীরায় নিন্মচাপের প্রভাব কমছে

সাতক্ষীরায় নিন্মচাপের প্রভাব কমছে

by Shohag Ferdaus
ঝড়-বৃষ্টির

নিন্মচাপের প্রভাব কমেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকায়। ২৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে উপকূলীয় এলাকাগুলোতে চার নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। এরপর বিকেলে তা কমিয়ে তিন নম্বর করা হয়েছে।

দুপুরের পর থেকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব কমতে শুরু করে। আকাশ এখন মেঘলা রয়েছে সাতক্ষীরা অঞ্চলে। এখনো হালকা বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।

তিনি বলেন, দুপুরের পর উপকূলে জারি করা চার নম্বর সতর্কতা সংকেত তিন নম্বরে নামিয়ে দেয়া হয়েছে। উপকূলীয় এলাকায় এখনো ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা বা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হবে এবং তাপমাত্রা বাড়বে।

ভয়েস টিভি/এসএফ

You may also like