Home পশ্চিমবঙ্গ নিম্মচাপের জেরে পশ্চিমবঙ্গে ভূুমিকম্প

নিম্মচাপের জেরে পশ্চিমবঙ্গে ভূুমিকম্প

by Shohag Ferdaus

ভারতের পশ্চিমবঙ্গে নিম্মচাপের জেরে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই ২৬ আগস্ট বুধবার সকালে মৃদু ভূকম্পনে আতঙ্ক সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়।

রিখটার স্কেলে ‌এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশীর কাছে মাটি থেকে দশ কিলোমিটার নীচে ছিল এর উৎপত্তিস্থল। সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ হয় এই ভূমিকম্প। নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও অনুভূত হয় এই ভূকম্পন।

বৃষ্টির সঙ্গে মাটি কেঁপে ওঠায় কিছু আতঙ্কও ছড়িয়ে পড়ে। যদিও এই মৃদু ভূমিকম্পের জেরে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like