ঝিনাইদহ প্রতিনিধি: নিয়মনীতির তোয়াক্কা না করে ঝিনাইদহে ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে ফেলছে স্টেশনের কর্মকর্তারা।তারা বলছেন, প্রশাসনের অনুমতি নিয়েই এসব গাছ কাটা হচ্ছে।অন্যদিকে,জেলা প্রশাসন জানায়,অনুমতি ছাড়াই স্টেশনের গাছ কাটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গেল ২ মাসের বেশী সময় ধরে কোনো ধরনের নিয়ম না মেনেই ঝিনাইদহে ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী হিসেবে ব্যবহার করছে কর্মকর্তারা।নির্বিচারে কাটছে এখানকার ৩৫ বছরের বেশী বয়সী অর্জুন গাছ, ১৫ থেকে ২০ বছর বয়সী লিচু, কামিনী ফুল গাছ,আম, মেহগনি, আমলকি, নারিকেলসহ বিভিন্ন গাছ।এছাড়াও ১৫টির মত গাছের ছোট-বড় ডাল কাটা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা। আর প্রশাসনের অনুমতিতেই আম্পানে ঝড়ে পড়া একটি গাছ কেটে জ্বালানি বানানো হয়েছে বলে জানালেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ তারেক হাসান ও মতিয়ার রহমান।
এদিকে, সরকারি সম্পত্তি নষ্টের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান সনাক নেতা। আর জেলা বন কর্মকর্তা বলছেন, কোনো নিয়মনীতি ছাড়াই নিজস্ব কাজের ব্যবহারের কোনো নিয়ম নেই।
এদিকে, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, অনুমতি ছাড়াই গাছ কাটায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্ট: এম এ কাদের
এডিট: সায়িকা সাম্মা