Home বিশ্ব আফগানিস্তানে হামালায় নিরাপত্তাবাহিনীর ৩৪ সদস্য নিহত

আফগানিস্তানে হামালায় নিরাপত্তাবাহিনীর ৩৪ সদস্য নিহত

by Shohag Ferdaus

আফগানিস্তানের তাখর প্রদেশে তালেবানদের হামলায় নিরাপত্তাবাহিনীর কমপক্ষে ৩৪ সদস্য নিহত হয়েছেন। ২১ অক্টোবর বুধবারের এই হামলায় আরও অনেকে আহতও হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

তাখর প্রদেশের স্বাস্থ্য দফতরের পরিচালক আবদুল কাইউম বলেন, প্রদেশের উপ-পুলিশ প্রধানসহ ৩৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। তাখর প্রদেশে বাহারাক জেলার এই ঘটনায় কমপক্ষে আটজন আহতও হয়েছেন। স্থানীয় একটি গণমাধ্যমে প্রদেশের রাজনীতিবিদরা জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন।

বাহারাক তাখর প্রদেশের অন্যতম জেলা। প্রদেশটির ১৬ জেলার মধ্যে ১১টি জেলা কয়েক বছর ধরে নিয়ন্ত্রণ করছে তালেবানরা। তাখর প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরি এএফপিকে বলেছেন, লড়াই এখনো অব্যাহত রয়েছে এবং তালেবানরাও হতাহতের শিকার হয়েছে।

জাওয়াদ হিজরি বলেন, একটি অভিযানে যাওয়ার সময় তালেবনাদের হামলার শিকার হয় নিরাপত্তাবাহিনী সদস্যরা। তালেবানরা আশেপাশের বাড়ি-ঘরগুলোতে অবস্থান নিয়েছিল। শত্রুর বিরুদ্ধে অভিযানে যাওয়ার সময় ওঁৎ পাতা তালেবানরা আমাদের বাহিনীকে আক্রমণ করে।

এই হামলার জন্য তাখর প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরি তালেবানদের দায়ী করলেও তারা এখন পর্যন্ত দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আল-জাজিরা।

ভয়েস টিভি/এসএফ

You may also like