Home শিক্ষাঙ্গন বশেমুরবিপ্রবি’র ভর্তিতে নির্ধারিত আসন পূরণের দাবি

বশেমুরবিপ্রবি’র ভর্তিতে নির্ধারিত আসন পূরণের দাবি

by Newsroom

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের সম্মান প্রথম বর্ষে নির্ধারিত আসন পূরণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করা হয়েছে। ১২ নভেম্বর বৃহষ্পতিবার দুপুর থেকে কিছু অপেক্ষমান ভর্তিচ্ছু গোপালগঞ্জ প্রেসক্লাব-চত্ত্বরে এ কর্মসূচি শুরু করে।

তারা জানায়, গত ২১ জানুয়ারি তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি গ্রহণের পর বহু আসন খালি রেখেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর করোনা মহামারি ও নতুন উপাচার্য নিয়োগ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেলেও পরবর্তীতে আর অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি।

পরে ২৮ অক্টোবর অনশনে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে স্মারকলিপি নেয়। পরদিন উপাচার্য ও প্রক্টরের আশ্বাসের ভিত্তিতে তারা অনশন তুলে নেয়। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নি।

বুধবার বিকেলে দ্বিতীয় দফায় প্রধান ফটকে আমরণ অনশন করতে গেলে তাদেরকে জোরপূর্বক তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফলে বাধ্য হয়ে তারা গোপালগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এসে অবস্থান কর্মসূচী শুরু করেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like