Home বিনোদন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনী প্রস্তুতি সভা

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনী প্রস্তুতি সভা

by Amir Shohel

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন প্রযোজক-পরিচালক মোঃ সেলিম খান ও প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে একটি প্যানেল। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সমিতির নির্বাচন।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সেলিম খান-ডিপজল প্যানেলের নির্বাচনী প্রস্তুতি সভা। রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত সভায় অংশ নেন এই প্যানেলের প্রায় সব প্রার্থী।

তবে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় এই প্যানেলের অন্যতম নেতা মনোয়ার হোসেন ডিপজল উপস্থিত ছিলেন না সভায়।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন-প্রযোজক আতিকুর রহমান লিটন, মো: আবু সাঈদ, সুলতানা রোজ নিপা, মো: আফসার উদ্দিন ভুইয়া, মো: নাছির উদ্দিন, মো: শাহ আলম, মো: জসিম উদ্দিন, মো: মুশফিকুর রহমান গুলজার, মো: সোহরাব হোসেন, মো: শাহ আলম, শরীফ চৌধুরী, জাঁ-নেসার ওসমান, সাদেক সিদ্দিকী, রাজীবুল হোসেন খন্দকার, মো: আলিম উল্ল্যাহ, নাদের চৌধুরী, মো: হাবিবুর রহমান অন্তর, মো: আশরাফুল হোসেন আলম, কাজী মো: ইসলাম মিয়া, জাহাঙ্গীর সিকদার, মনোয়ার হোসেন ডিপজল, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার, আলমগীর আলম জোয়াদ্দার রানা (এ.জে.রানা), এম, এন ইস্পাহানী, উত্তম আকাশ (আকাশ চৌধুরী), মোরশেদ খান হিমেল, মোছা: জাকিয়া খাতুন (জয়া), নারগিস আক্তার, এস এম ইমরুল কায়েস, এস. ডি রুবেল, খন্দকার আরিফুজ্জামান, গোলাম মোস্তফা শিমুল, অপূর্ব রায়, ফারজানা রশিদ ব্রাউনিয়া, মোহাম্মদ শহিদুল আলম, আব্দুল্লাহ চৌধুরী, তাজুল ইসলাম, লিটন হায়দার।

সেলিম খান-মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের প্রস্তুতি সভা শেষে প্রার্থীরা নির্বাচনে জয়ে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

/এএস

You may also like