Home বিশ্ব নির্বাচনে একবার, এখন বারবার হারছেন ট্রাম্প

নির্বাচনে একবার, এখন বারবার হারছেন ট্রাম্প

by Shohag Ferdaus
আফগানিস্তানে যাওয়া আমেরিকার ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে নির্বাচনে একবারই হেরেছেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে করা মামলায় হারছেন বারবার। গত ৩ নভেম্বরের নির্বাচনের পর অর্ধশতাধিক মামলা করেছিলেন ট্রাম্প। এর অধিকাংশতেই হেরে গেছেন তিনি। ট্রাম্প আবারও নতুন করে মামলা করেছেন জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচার শিবির থেকে নির্বাচন-পরবর্তী অর্ধশতাধিক মামলা করা হয়। ৩০টি মামলা এর মধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে। বাকিগুলোও একই পরিণতির দিকে যাচ্ছে।

৪ ডিসেম্বর ট্রাম্পের জন্য আরও নতুন দুটি পরাজয় যোগ হয়েছে। মিশিগান ও নেভাদা অঙ্গরাজ্যে ভোটের ফলাফল বাতিল করার জন্য ট্রাম্প শিবিরের দুটি পৃথক মামলা আদালত খারিজ করে দিয়েছেন। আগের দিন বৃহস্পতিবার উইসকনসিন সুপ্রিম কোর্ট ট্রাম্প শিবিরের একটি মামলা খারিজ করেছেন। এ মামলায় উইসকনসিনের দুই কাউন্টিতে ২ লাখ ২১ হাজার ভোট বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ফেডারেল বিচারক ট্রাম্পের মামলা খারিজ করার পর একই অভিযোগ নিয়ে এখন তারা ইউএস সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ আইন কর্মকর্তা নির্বাচনে কোনো জালিয়াতির প্রমাণ নেই বলার পরও ট্রাম্প দমে যাননি। জালিয়াতি ও কারচুপির পুরোনো এই অভিযোগ নিয়ে একের পর এক আদালতের কাছে ধরনা দিচ্ছেন তার আইনজীবীরা।

বোস্টন কলেজের আইনের অধ্যাপক ক্যান্ট গ্রিনফিল্ড বলেছেন, ট্রাম্পের অপরিণত ও মিথ্যার ওপর এমন মোহাবিষ্টতা তাকে বিস্মিত করছে। জালিয়াতির ভুয়া দাবি নিয়ে ক্রমাগত হেরে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে কোথায় নিয়ে দাঁড় করাবে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনের এ অধ্যাপক।

৪ ডিসেম্বর শুক্রবার সর্বশেষ মামলা করা হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যে। এ মামলায় রাজ্যের নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে মামলার আবেদনে বলা হয়েছে, তাদের কাছে ভোট কারচুপির একটি ভিডিও জমা পড়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের বেলায় গণনাকেন্দ্রের টেবিলের নিচে থেকে স্যুটকেসভর্তি ব্যালট বের করা হচ্ছে। গণনাকেন্দ্র থেকে সবাইকে বিদায় করে দেয়ার পর নাকি স্যুটকেসভর্তি এ জাল ব্যালট বের করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা হয়েছে। গণনায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সামান্য ভোটে জয়ী হয়েছেন। এরপর ট্রাম্প শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে হাতে ভোট গণনা করা হয়েছে। হাতে গণনা করার পরও নির্বাচনের ফলাফলের কোনো তারতম্য হয়নি। রাজ্যের ভোট এর মধ্যেই জো বাইডেনের পক্ষে প্রত্যয়ন করা হয়ে গেছে।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, ডাকযোগে আসা ব্যালটে ভোটারদের স্বাক্ষর যেন পরীক্ষা করা হয়। রাজ্যের রিপাবলিকান গভর্নর ও নির্বাচন কর্মকর্তারা বলেছেন, তারা সব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে তাদের কাছে প্রমাণ নেই।

আদালতে এমন ক্রমাগত হেরে যাওয়ার জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন উদ্যোগ নিয়েছেন পেনসিলভানিয়া, জর্জিয়া ও মিশিগান অঙ্গরাজ্যের দলীয় আইনপ্রণেতাদের নিয়ে ঝামেলা করার জন্য। রাজ্য সংবিধানগুলোয় বলা আছে, নির্বাচন ও ইলেক্টোরাল ভোট নিয়ে সব ধরনের ক্ষমতার অধিকারী রাজ্যের আইনসভা।

আরও পড়ুন: নির্বাচনের ফল প্রত্যাখ্যান ট্রাম্পের

ভয়েস টিভি/এসএফ

You may also like