Home রাজনীতি নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই : মির্জা ফখরুল

by Newsroom
অত্যাচারী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশনের উপর থেকে জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা হিসেবে ব্যবহার করে। প্রশাসনকে দিয়ে নিজেদের মত ভোট করে নিচ্ছে।

৭ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হেসেন সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ক্রিয়েটিভিটি একটি ভোটের মাধ্যমেও প্রমাণ করতে পারেনি। সম্পুর্ন ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন : ভোলার তজুমদ্দিনে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি

ভয়েস টিভি/এমএইচ

You may also like