Home সারাদেশ পাবনা এলজিইডিতে নতুন নির্বাহী প্রকৌশলী

পাবনা এলজিইডিতে নতুন নির্বাহী প্রকৌশলী

by Newsroom

পাবনা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরে (এলজিইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে তীর্থজিৎ রায় যোগদান করেছেন।

তবে অভিযোগ রয়েছে গত ২৮ অক্টোবর তিনি যোগদান করলেও চার্জ বুঝে দিতে নানা টালবাহানা করেন সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। প্রকৌশলী মোখলেছুর রহমানকে ঢাকায় বদলী করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী মোখলেছুর রহমান ১৭ মে পাবনায় যোগদান করেন। এর আগে মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত ছিলেন। ওই সময়ে নিজ কর্মস্থল মাদারীপুরে টানা ২ মাস অননুমোদিত ভাবে অনুপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই তিনি পাবনায় যোগদান করেন বলে অভিযোগ রয়েছে।

প্রকৌশলী মোখলেছুর রহমানের আগে পাবনায় ওই পদে ছিলেন প্রকৌশলী একেএম বাদশা মিয়া। তিনি এলজিইডির অধীনে বিভিন্ন সড়ক মেরামত ও নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার বন্ধ ও  অসৎ ও দূর্নীতিবাজ ঠিকাদারদের বিল আটকে দেন। ফলে কয়েকজন দূর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজসে তাকে এখান থেকে বদলী করে অনৈতিক উপায়ে প্রকৌশলী মোখলেছুর রহমানকে পাবনায় নিয়ে আসেন। কিন্তু প্রকৌশলী মোখলেছুর রহমানের অতিরিক্ত চাহিদার কারণে ঠিকাদাররা সুবিধা করতে পারে নি।

সংশ্লিষ্ট বিষয়ে সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী তীর্থজিৎ রায় জানান, পাবনার মানুষের সার্বিক সহযোগিতা পেলে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সরকারের সঠিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। তবে তিনি প্রকৌশলী মোখলেছুর রহমানের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like