Home সারাদেশ ফরিদপুরে গৃহহীনদের জন্যে নির্মিত হচ্ছে ‘স্বপ্ননীড়’

ফরিদপুরে গৃহহীনদের জন্যে নির্মিত হচ্ছে ‘স্বপ্ননীড়’

by Newsroom

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় নির্মিত হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ন নীড়’। একযোগে এক হাজার ৪৭০টি স্বপ্ন নীড়ের নির্মাণ কাজ চলছে। আগামী ডিসেস্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

১৬ নভেম্বর সোমবার জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামে নির্মাণধীন ঘরসমূহ পরিদর্শনে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের আগে তিনি ভূমি ও গৃহহীনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্যে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ কাজ চলছে। নয়টি উপজেলায় এ নির্মাণ কাজ শুরু হয়েছে বেশ আগেই।

জেলায় মোট এক হাজার ৪৭০টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে একটি করে ঘর প্রদান করা হবে। সঙ্গে দেয়া হবে দুই শতক করে জমি।

পরে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধি ভাতা বহি, ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন : জাতিসংঘ পুরস্কার পেল ভূমি মন্ত্রণালয়

এতে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান প্রমুখ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like