Home সারাদেশ জব্দকৃত ভারতীয় ১৫২ বস্তা চাল নিলামে বিক্রি

জব্দকৃত ভারতীয় ১৫২ বস্তা চাল নিলামে বিক্রি

by Newsroom
নিলামে বিক্রি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত ১৫২ বস্তা চাল নিলামে বিক্রি করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার বিকেলে কলমাকান্দা থানা প্রাঙ্গণে উন্মুক্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

এ সময় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, নেত্রকোনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি এটিএম মাহমুদুল হকের সাথে কথা হলে তিনি জানান, প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে নিলামে ৬ জন অংশগ্রহণ করেন। নিলামে ৩টি লটে ২ জনের মধ্যে ২ লাখ ৫৮ হাজার টাকায় এসব চাল বিক্রি হয়।

ওসি আরো জানান, গত ১ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে ১৫২ বস্তা ভারতীয় চাল ও একটি ট্রাক জব্দ করে। আদালতের নির্দেশে ট্রাকটি মালিকের জিম্মায় দেয়া হয়েছে এবং চালগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন- নিষেধাজ্ঞা শেষের আগেই নিলামে সাকিব

ভয়েস টিভি/ডিএইচ

You may also like