Home অপরাধ নিষিদ্ধ ঘোষিত `আল্লাহর দল’র চার সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত `আল্লাহর দল’র চার সদস্য গ্রেফতার

by Newsroom
নিষিদ্ধ ঘোষিত

ময়মনসিংহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার বয়ড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে মো. আকরাম হোসেন (২৭), কিশোরগঞ্জ জেলা সদরের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জুয়েল মিয়া (৪৫), মো জামাল উদ্দিনের ছেলে মো. মাকসুদুল হক রনি (২১) ও মো. ইব্রাহিম খলিলের ছেলে মো. মানসুর উদ্দিন প্রহর (১৮)।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টার দিকে সদরের বলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনাঈদ আফ্রাদ জানান, তাদের নেতা মতিন মেহেদীর (মতিনুল ইসলাম) চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতেন এবং নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্যে চাঁদা ওঠাতেন।

তিনি আরও জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট। মূলত উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদরের বলাশপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : নিষিদ্ধ সংগঠন জেএমবির একজন গ্রেফতার

ভয়েস টিভি/এমএইচ

You may also like