5
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮ অক্টোবর রোববার সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
চাঁদপুর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ২১ জনকে আটক করে ও মতলব উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ জনকে আটক করে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানায়, কোস্টগার্ড স্টেশান চাঁদপুর এবং মৎস বিভাগ যৌথ অভিযানে মেঘনা নদীর রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর থেকে ৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ২১ জন জেলেকে আটক করে।
অপরদিকে মতলব উত্তরের মেঘনা নদীর মোহনপুরে ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১০জন জেলেকে ৫ হাজার মিটার কারেন্টসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভয়েসটিভি/এএস