Home বিশ্ব আফগান-তালেবান সংঘর্ষে নিহত অর্ধশত

আফগান-তালেবান সংঘর্ষে নিহত অর্ধশত

by Newsroom
নিহত অর্ধশত

আফগানিস্তান ও তালেবানের মধ্যে প্রায় দুই দশ ধরে দ্বন্দ্ব-সংঘাত হয়েই আসছে। নিরসনের জন্য কাতারে আলোচনায়ও বসেছে উভয় পক্ষের প্রতিনিধিরা। তার পরেও দেশের বিভিন্ন এলকায় নিয়মিত চলছে সংঘাত, সংঘর্ষ আর হামলা।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তান সরকারি পক্ষ ও তালেবানের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত নিহত হয়েছেন। জানায়, দেশটির তিনটি প্রদেশে উভয় পক্ষের সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

আফগানিস্তানের নানগারহার প্রদেশে মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় হামলা চালায় তালেবানের সশস্ত্র সদস্যরা।

আতাউল্লাহ আরও বলেন, হেসারাক জেলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১১ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া খোগানি জেলায় নিহত হয়েছেন সরকার সমর্থিত আরও ৮ যোদ্ধা। সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে ৩০ জন তালেবান যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হলেও তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এমন সময় এই সংঘাত হলো যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান টানতে তালেবানের সঙ্গে দেশটির সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তানে মার্কিন প্রতিনিধি জালমেয় খলিলজাদ বলেছেন, যদিও এই আলোচনার মাধ্যমে দেশটিতে দীর্ঘদিনের এই যুদ্ধ শেষ হওয়ার আশা জেগেছে, তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।

ভয়েস টিভি/টিআর

You may also like