Home সারাদেশ মুখোশধারীদের গুলিতে সংগীত শিল্পী নিহত

মুখোশধারীদের গুলিতে সংগীত শিল্পী নিহত

by Shohag Ferdaus
নিহত

কক্সবাজারের ঈদগাহ-ঈদগড়-বাইশারি সড়কে দুর্বৃত্তদের গুলিতে বাবার সামনেই নিহত হয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী জনি দে (১৮)। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সড়কের ঈদগাহ ইউনিয়নের হিমছড়ি ঢালা (পাত্তারা) এলাকায় এ ঘটনা ঘটে। জনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়ার তপন দের ছেলে। তিনি ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গুলিতে ওই কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের ধরতে সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাকাতের গুলিতে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও জনির সঙ্গে থাকা তার বাবা তপন দে জানান, গতকাল বুধবার রাতে জেলার চকরিয়ায় একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনি দে। আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে জনি ও তার বাবা চকরিয়া থেকে বাড়ির পথে রওনা হন। সকাল ৮টার দিকে অটোরিকশাটি ঈদগাহ-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী কয়েকজন গাড়িটির গতিরোধ করেন। এরপর জনিকে গুলি করে তারা জঙ্গলে চলে যান।

রামুর ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ির ঢালায় যাত্রীবাহী একটি সিএনজি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতের গুলিতে আমার এলাকার বাসিন্দা জনি নিহত হয়েছে। কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই ইউপি সদস্য।

আরও পড়ুন: বিয়ে করলেন মানালি দে

ভয়েস টিভি/এসএফ

You may also like