Home রাজনীতি তাদের মুখে নীতির কথা মানায় না, বিএনপিকে কাদের

তাদের মুখে নীতির কথা মানায় না, বিএনপিকে কাদের

by Shohag Ferdaus
বিএনপি

সরকারের পররাষ্ট্র নীতি সম্পর্কে মির্জা ফখরুলের সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করেছে তাদের মুখে নীতির কথা মানায় না।

২৬ আগস্ট বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলকে বলতে চাই, পৃথিবীর একটি দেশের নাম বলুন, যে দেশ বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়ে মানবিকতার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, বাসস্থান, আহার দিয়ে শেখ হাসিনা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। সারাবিশ্ব যখন শেখ হাসিনার মানবতার এবং মানবদরদী ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ তখন তো আপনারা একটা ধন্যবাদ জানাতেও ব্যর্থ হয়েছেন।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একদিন ত্রাণসহায়তা করতে গিয়ে ফটোসেশন করে আপনারা ফিরে এসেছেন অথচ আওয়ামী লীগের কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা দিনের পর দিন, মাসের পর মাস মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। সরকারের ভালো কাজের প্রশংসা না করে উল্টো আপনারা কল্পিত ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার শ্রমিকবান্ধব সরকার। ক্রমাগত লোকসান ঠেকাতে পাটকল বন্ধ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবসম্মত। পাটকল বন্ধের ফলে বেকার শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সরকার।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম খসরু।

ভয়েস টিভি/এসএফ

You may also like