Home সারাদেশ নীলফামারীতে ইট ভাটার ধোঁয়ায় একশ’ একর জমির ধান নষ্টের অভিযোগ

নীলফামারীতে ইট ভাটার ধোঁয়ায় একশ’ একর জমির ধান নষ্টের অভিযোগ

by Newsroom

নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটার ধোঁয়ায় কমপক্ষে একশ’ একর জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। কিন্তু এখনো কোনো  ব্যবস্থা নেয়া হয়নি।

কৃষকরা জানান, বোতলাগাড়ি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামেই রয়েছে পাঁচটি ইট ভাটা। এসব ভাটার কাজ শেষ করার আগে ছেড়ে দেয়া বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় চলতি বোরো মৌসুমের বিআর-২৮ ও বিআর-২৯ ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।এতে চরম ক্ষতির মুখে পড়ার আশংকা করছে কৃষকরা।ক্ষতিগ্রস্থ কৃষকদের লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ইউএনও বলেন, এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কৃষকরা আর্থিক লোকসানের হাত থেকে বাচানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।

You may also like