Home সারাদেশ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

by Amir Shohel

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের তরুনীবাড়ি-বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। রাতেই লাশ উদ্ধার করে সৈয়দপুর জিআরপি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জিআরপি পুলিশ সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় অজ্ঞাত (৫০) এই ব্যক্তি।

ওসি বলেন, তার পোষাক পরিচ্ছদ ও শারীরিক অবয়ব দেখে মনে হয়েছে ভবঘুরে প্রকৃতির ব্যক্তি ছিলেন তিনি।

লাশ উদ্ধারের পর শুক্রবার দুপুরে সিআইডি কর্তৃক তার আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয়েছে এবং পরিচয় সনাক্তে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভয়েসটিভি/এএস

You may also like