Home সারাদেশ নীলফামারীতে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

by Newsroom

নীলফামারীতে তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলার ভবনচুড় চরভরট এলাকায় ৩ নম্বর স্পার বাঁধের উপর এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে গাইবান্ধর সুন্দরগঞ্জের হরিপুর ঘাট পর্যন্ত তিস্তা নদীর দুই পাড়ে ২৩০কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের অংশ হিসেবে নীলফামারীর ভবনচুড় চরভরটসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেচ্ছায় এতে অংশ নেয়।

এ মানববন্ধন থেকে তিস্তা নদীর সুরক্ষা নিশ্চিত, বন্যা ও ভাঙ্গন রোধে সরকারের নেয়া মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানায় ক্ষতিগ্রস্তরা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like