3
নীলফামারীতে শাহ আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয়মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৮ জানুয়ারি সোমবার বিকেলে সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান।
শাহ আলম দক্ষিণ খানপাড়া গ্রামের মৃত. অহিদুল ইসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহ আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিন পিচ ইয়াবা ও সাত পুড়িয়া গাঁজা পাওয়া পাওয়া যায়।
সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ভয়েস টিভি/এমএইচ