Home সারাদেশ ১০ মাসে নীলফামারীতে ৮৬১ পারিবারিক সহিংসতা

১০ মাসে নীলফামারীতে ৮৬১ পারিবারিক সহিংসতা

by Newsroom
নীলফামারীতে

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। ২২মার্চ সোমবার বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে ‘পল্লী শ্রী নীলফামারী’র উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রজেক্ট ডিরেক্টর শামীমা বেগম পপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।

অন্যদের মাঝে বক্তব্য দেন, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুসরাত ফাতেমা, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক দিলগীর আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, অ্যাড. রোখসানা আনজুম লিজা, অ্যাড. লায়লা আঞ্জুমান আরা ইতি প্রমুখ।

কর্মশালায় ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ বিষয়ক’ তথ্য উপস্থাপন করেন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি।

এতে জানানো হয় নীলফামারীতে ২০২০ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ৮৬১টি পারিবারিক সহিংসতা, এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ এবং চারজন ধর্ষণের শিকার হয়েছে।

নারীদের প্রতি সহিংসতার ধরণ পরিবর্তন হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা এ সময় বলেন, শুধু আইন দিয়ে নয়, সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন, সচেতনতা সৃষ্টি এবং পারিবারিক মুল্যবোধ তৈরি করতে হবে। অন্যথায় এর থেকে বের হওয়া কষ্টকর।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতা অনুষ্ঠিত কর্মশালায় সরকারি বিভিন্ন দফতর প্রধান, ইমাম, নিকাহ রেজিস্ট্রার, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : কুড়িগ্রামে পারিবারিক সহিংসতা ও করোনাভাইরাস বিষয়ে মতবিনিময়

ভয়েস টিভি/এমএইচ

You may also like