Home সারাদেশ নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

by Newsroom
নীলফামারীতে

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্মল বাংলাদেশ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে জেলার শহীদ মিনার প্রাঙ্গণে ১৫০ জনকে কম্বল দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নির্মল বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন প্রমুখ।

নির্মল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন জানান, রংপুর বিভাগের আটটি জেলায় এক হাজার কম্বল বিতরণ করা হবে। যা শনিবার নীলফামারীতে বিতরণের মধ্য দিয়ে শুরু হলো।

আরও পড়ুন : ‘জারত কম্বল পানু বাহে, ভগবান ওমার ভালো করুক’

ভয়েস টিভি/এমএইচ

You may also like