Home সারাদেশ নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

by Newsroom
নীলফামারীতে

নীলফামারীতে জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (ক্লিনিক) খাদিজা নাহিদ ইভা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. রোখসানা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল, রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ জানান, শহরের প্রায় ১৩ হাজার নয় মাস বয়সী থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এই টিকা প্রদান করা হবে। ছুটির দিন ব্যতিত পৌরসভা প্রাঙ্গণে প্রতিদিন এ কর্মসুচী অব্যাহত থাকবে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, নীলফামারীতে চার লাখ ৬০ হাজার ২০৬ জন শিশুকে এই টিকা দেয়া হবে। পৌরসভা এলাকা থেকে এই ক্যাম্পেইন শুরু হলো। আগামী বছরের ২৪ জানুয়ারী পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

আরও পড়ুন : নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভয়েস টিভি/এমএইচ

You may also like