Home সারাদেশ নীলফামারীতে সবজির বাজারে ধ্বস

নীলফামারীতে সবজির বাজারে ধ্বস

by Newsroom
নীলফামারীতে

নীলফামারীতে সবজি আবাদ করে বিপাকে পড়েছেন কৃষকরা। নায্যমুল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা।

কৃষি বিভাগ জানায়, ফুলকপি, বাঁধা কপি, মুলা, লাউ, বেগুন, কাঁচা মরিচ, গাজর, শিমসহ নানা সবজি চাষ হয়েছে নীলফামারীর বিভিন্ন এলাকায়। এক হাজার ৮০০ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৬০০ মেট্রিক টন।

জানা গেছে, এসব সবজি জেলার বাজারগুলোর চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। কিন্তু দাম কম হওয়ায় কৃষকরা সবজি নিয়ে বিপাকে পড়েছেন। স্থানীয় বাজারে যে দামে বিক্রি হচ্ছে তা দিয়ে উৎপাদন খরচ অর্ধেকও না উঠার শংকায় রয়েছেন কৃষকরা।

সদরের রামগঞ্জ হাটে গিয়ে দেখা যায় বেগুন, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে দুই টাকা কেজি দরে। আর মুলা বিক্রি হচ্ছে এক টাকা কেজি দরে। প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে পাঁচ টাকা দরে।

ব্যবসায়ী আলাল মিয়া বলেন, আমরা এই দামে বিক্রি করছি। তবে কৃষকরা আরও কম দরে আমাদের কাছে বিক্রি করেছেন। এবারে সবজি চাষ করে কৃষকরা লোকসান ছাড়া লাভের মুখ দেখতে পারবেন না।

লক্ষ্মীচাপ ইউনিয়নের কৃষক মমতাজ আলী বলেন, এবার সবজি চাষ করে মাথায় হাত দেয়া ছাড়া কোন উপায় নেই। আমি তিন বিঘা (৯০ শতক) জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা আবাদ করি, যেখানে খরচ হয়েছে ৫০ হাজার টাকা আর বিক্রি করেছি ৩৫ হাজার টাকা। লোকসান গুনতে হয়েছে তিন বিঘায় পনের হাজার টাকা।

তিনি আক্ষেপ করে বলেন বীজ, শ্রমিক, সার, কীটনাশক, হাল চাষ এসব ঋণ নিয়ে করেছি। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো আর  কি খাবো বুঝেতে পারছি না।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, নীলফামারীতে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির আবাদও ভালো হয়েছে। তবে বাজারে আশানুরুপ দাম পাচ্ছেন না কৃষকরা।

আরও পড়ুন : শীতের সবজি ফুলকপির পুষ্টিগুণ ও অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা

ভয়েস টিভি/এমএইচ

You may also like