Home সারাদেশ নীলফামারীতে ফেনসিডিলসহ চারজন আটক

নীলফামারীতে ফেনসিডিলসহ চারজন আটক

by Newsroom

নীলফামারীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। ২৫ জানুয়ারি সোমবার দুপুরে জেলা শহরের হাড়োয়া মিশন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, জেলা সদরের হাড়োয়া মিশন এলাকার মানিক মিয়ার ছেলে মামুন হোসেন (৩০), একই এলাকার মৃত. মোশাররফ হোসেনের ছেলে মানিক মিয়া (৫৭) ও আব্দুর রশিদ এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাসুপাড়ার মৃত. আজহার আলীর ছেলে গোলাম মোস্তফা (২৭)।

এতে নেতৃত্ব দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ জানান, তারা চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে নীলফামারী থানায় মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like