Home বিনোদন নুসরাতের সন্তান প্রসঙ্গে মুখ খুলেছেন যশ

নুসরাতের সন্তান প্রসঙ্গে মুখ খুলেছেন যশ

by Shohag Ferdaus

খুশির হাওয়া যশরতের জীবনে। ২৬ আগস্ট বৃহস্পতিবার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। অন্তঃসত্ত্বা অবস্থায় সবসময়ই তার পাশে থেকেছেন যশ দাশগুপ্ত। এমনকি অপারেশন থিয়েটারেও নুসরতের পাশে থেকেছেন তিনি। যশ জানিয়েছেন, ‘ সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।’

২৫ আগস্ট বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন।

অভিনেতা জানান,’আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’ বোঝাই যাচ্ছে যে নুসরতের পাশাপাশি এই সময়টা তার সঙ্গে ভালোি উপভোগ করছেন যশ।

You may also like