Home বিনোদন ‘নিখিলের সাথে সহবাস করতাম, বিয়ে করি নি’

‘নিখিলের সাথে সহবাস করতাম, বিয়ে করি নি’

by Imtiaz Ahmed

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের কথাই ধোপে টিকল। তিনি বলেছিলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস (লিভ টুগেদার) করেছি। বিয়ে নয়।

ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার কলকাতার আদালত এক আদেশে বললেন, নুসরাত জাহান ও নিখিল জৈন পারস্পরিক সম্মতিতে একত্রবাস করলেও সেটাকে বিয়ে বলা যায় না।

আদালত বলেছেন, দুই বছর আগে হওয়া নুসরাত-নিখিলের বিয়ে আইনসিদ্ধ নয়। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে তাঁদের যে আয়োজন হয়, তা আইনিভাবে বিয়ে নয়।

তুরস্কে তাঁদের কোনও প্রকার বিবাহ-নিবন্ধন হয়নি। ধর্মীয় মতেও তাঁদের বিয়ে হয়নি। ভারতের সাধারণ আইনে হিন্দু-মুসলিম বিয়ে নেই।

কিন্তু বিশেষ বিবাহ আইনে বিয়ে করা যায়। নুসরাত-নিখিল বিশেষ বিবাহ আইনে বিয়ে করেননি। পারস্পরিক সম্মতিতে তাঁদের একত্রবাস বিয়ে হতে পারে না।

এ বছরের জুনে নুসরাত জাহান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তুরস্কে আয়োজন হয়েছিল। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।

You may also like