Home রাজনীতি পাবনা-৪ উপনির্বাচন : আ.লীগের নূরুজ্জামান বিশ্বাস জয়ী

পাবনা-৪ উপনির্বাচন : আ.লীগের নূরুজ্জামান বিশ্বাস জয়ী

by Shohag Ferdaus
পাবনা-৪

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

২৬ সেপ্টেম্বর শনিবার রাতে পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নূরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। হাবিবুর রহমান হাবিবের চেয়ে নুরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৪ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়েছেন।

আরও পড়ুন: উপনির্বাচন: আ. লীগ বললো শান্তিপূর্ণ, বাতিলের দাবি বিএনপির

এছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘরিয়ার ৪৫টিসহ মোট ১২৯টি ভোট কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিলো ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ভোটের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আবারো এখানে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তির বিজয় অর্জিত হলো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বাতিল করে পুনরায় নির্বাচনে দাবি জানান।

ভয়েস টিভি/এসএফ

You may also like