Home রাজনীতি হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

by Shohag Ferdaus
নূরুল ইসলাম

ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলামকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। তিনি আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।

সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

২৬ ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টামণ্ডলির সদস্য হয়েছেন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল হক , প্রফেসর হামীদুর রহমান , মাওলানা মোবারক উল্লাহ , মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন , মাওলানা সাআদত হুসাইন , মাওলানা হিফজুর রহমান , মাওলানা মুহসিন আহমদ , মাওলানা হেলাল উদ্দীন , মাওলানা মজদুদ্দিন আহমদ , মুফতি শফিকুল ইসলাম , মাওলানা মুহাম্মদ মুসলিম , মাওলানা শাহাব উদ্দিন ।

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like