Home বিনোদন নেটমাধ্যমে উত্তাপ ছড়ালেন বিশ্বখ্যাত মডেল কিম

নেটমাধ্যমে উত্তাপ ছড়ালেন বিশ্বখ্যাত মডেল কিম

by Shohag Ferdaus

মাথায় হেলমেট। শরীরে উপরের অংশে কালো বিকিনি। আর নীচের অংশে সাদা তোয়ালে। পোশাকে চমক আনলেন বিশ্বখ্যাত মডেল কিম কার্দাশিয়ান। তার সাম্প্রতিকতম ছবির সম্ভারের প্রেমে মজলেন কিম-অনুরাগীরা।

মাসখানেক আগে প্রাক্তন স্বামী কেনিয়ে ওয়েস্টের সঙ্গে তার বিচ্ছেদ হয়। নেটমাধ্যমে নিজেকে ‘সিঙ্গল’ তকমা দেন কিম। তার পর থেকে নানা চর্চায় শিরোনাম দখল করেন কিম। আবারও নেটমাধ্যম কাঁপিয়ে দিলেন আমেরিকার ৪১ বছরের সুপারমডেল।

সাতটি ছবি পোস্ট করেছেন কিম। বিকিনি এবং তোয়ালে পরে নানা ভাবে ক্যামেরার সামনে এসেছেন মডেল। হেলমেট কখনও তার মাথায়, কখনও বা হাতে। কখনও তিনি সবুজ ঘাসের বাগানে, কখনও বা সাদা পাঁচিল দেওয়া ছাদে। দু’হাতে এবং গলায় চেন ঝুলিয়েছেন কিম। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সব সময়ে প্রস্তুত’।

এর আগে তিনি গাড়ি ও নিজের জন্য এক অভিনব পোশাক বানিয়ে তা পরে ছবি দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন শোরগোল পড়ে গিয়েছেল কিম অনুরাগীদের মধ্যে। তখন কিম তার প্রিয় গাড়ির জন্য পশমের পোশাক তৈরি করেছিলেন। সেই সঙ্গে পশম ব্যবহার করে নিজের জন্যও পোশাক তৈরি করেন। সেই পোশাক পরে গাড়ির সঙ্গে ছবি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like