Home সারাদেশ নেত্রকোনায় দূর্গা পূজার প্রস্তুতি চলছে পুরোদমে

নেত্রকোনায় দূর্গা পূজার প্রস্তুতি চলছে পুরোদমে

by Newsroom

নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। এ উপলক্ষ্যে জেলার ১০টি উপজেলায় ৪৯২টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে।

মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। রংতুলি ছোঁয়ায় প্রতিমা ফুটিয়ে তোলায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

১৭ অক্টোবর শনিবার দুপুরে নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা বলেন, এ বছর জেলায় ৪৯২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পূজা উদযাপিত হবে। এ কারণে অন্যান্য বছরের মতো দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা এবার হবে না।

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসনসহ জেলা পুলিশ তৎপর রয়েছে এবং জেলার প্রতিটি মন্ডপেই জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like