Home সারাদেশ নেত্রকোনায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

by Amir Shohel

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গ্রামের পুকুর থেকে দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুরা গ্রামের একটি পুকুর থেকে এ দুটি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরে তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হল- নাঈমা খাতুন (৫) ও সানজিদা আক্তার (৪)। নাঈমা চক লেঙ্গুরা গ্রামের আব্দুল মজিদের শিশু মেয়ে এবং সানজিদা একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বলেন, ওই দুই শিশু মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পুকুরে গোসল করতে গিয়ে শিশু দুটি মারা যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলেও জানান তিনি।

ভয়েসটিভি/এএস

You may also like