Home সারাদেশ ফেনীতে নৈশ প্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফেনীতে নৈশ প্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

by Newsroom
মুদি দোকানি

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: সফি উল্যাহ (৬০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৭ জানুয়ারি রোববার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

পিপি হাফেজ আহম্মদ জানান, আলোচিত এ হত্যামামলায় আসামি সোহেল হাওলাদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা রায় দেন। গত বুধবার একই আদালতে যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। সফিউল্যাহ হত্যা মামলার অন্য আসামি রাব্বি, রনি ও সাকিব শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে বৃহস্পতিবার রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হাসান আলী ভূঁঞা বাড়ির পাশে হক ম্যানশন থেকে সফিউল্যাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন দেড় ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা লুট করে আসামিরা। তার গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুরে।

এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে রাব্বি, রনি ও সাকিব।

চলতি বছরের ২৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান চৌধুরী অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে জেলা ও দায়রা জজ আদালতে এক আসামি সোহেল ও শিশু আদালতে অপর তিন আসামীকে অভিযুক্ত করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। গত ১৩ অক্টোবর মামলার বাদী আবদুল মোতালেবের প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় ১৮ জন আদালতে সাক্ষী প্রদান করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like