Home শিক্ষাঙ্গন নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

by Shohag Ferdaus
নোবিপ্রবিতে মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে গত বছরের এপ্রিলে নিয়োগকার্যক্রম স্থগিত করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর বিশ্ববিদ্যালয়টিতে নতুন ভিসি এলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি ১৬ মাসেও। শিক্ষা মন্ত্রণালয়ের ওই নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

২০ সেপ্টেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অস্থায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রায়হান আহমেদ রিমন ও সাদিয়া আফরোজ, কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন এবং কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন টিটু চন্দ্র দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। শিক্ষাছুটির বিপরীতে, অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ীকরণ প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে। তাদের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। এদিকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী ও মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ী হচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। তাই বক্তারা নোবিপ্রবিতে সবধরনের নিয়োগ নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের জোর দাবি জানান।

ভয়েস টিভি/এসএফ

You may also like