Home শিক্ষাঙ্গন বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

by Shohag Ferdaus
নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃতভাবে উপস্থাপন করায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর নাম ফয়েজ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

১৪ অক্টোবর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক ইফতেখার রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতার ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য লিখে অবমাননা করেছে ওই শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়। পরে ১৪ অক্টোবর শৃংখলা বোর্ডের জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৫ দিনের মধ্যে রেজিস্ট্রারকে জানাতে নির্দেশনা দেয়া হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like