Home বিশ্ব নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

by Newsroom
নোবেল পুরস্কার

৬৪ বছর পর নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করেছে পুরস্কারটির বিতরণ সংস্থা নোবেল ফাউন্ডেশন। করোনা মহামারির কারণে নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দেয়। তবে অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন সুইডেনের স্টকহোম কনসার্ট হলে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোবেল ফাউন্ডেশন শেষবার এই ব্যাঙ্কোয়ে বাতিল করেছিল ১৯৫৬ সালে।

প্রথা অনুযায়ী, ওই ব্যাঙ্কোয়ের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান নোবেল উইকের সমাপ্তি ঘোষণা করা হতো। প্রতিবছর নোবেলজয়ীদের পুরস্কার গ্রহণ এবং আলোচনাসভায় যোগদানের জন্যে স্টকহোমে আমন্ত্রণ জানানো হতো। পুরস্কার বিজয়ীরা সুইডেনের রাজপরিবার এবং প্রায় ১৩০০ বিশিষ্ট অতিথির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতেন।

এরমধ্যে শুধু শান্তি পুরস্কার অনুষ্ঠানটি হয় নরওয়ের অসলোতে। কিন্তু সেই বিজয়ীও ডিসেম্বর ব্যাঙ্কোয়েতে যোগ দিয়ে বক্তব্য রাখেন। ফাউন্ডেশন জানিয়েছে, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবং আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা মাথায় রেখে নতুনভাবে অনুষ্ঠানে পরিবর্তন আনা হচ্ছে।

নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন বলেছেন, এবার অনুষ্ঠান করতে গেলে দুটি সমস্যা রয়েছে। প্রথমত এত লোককে এভাবে জড়ো করা যাবে না। দ্বিতীয়ত লোকজন সুইডেন সফরে আসতে পারবেন কি না, তা-ও নিশ্চিত নয়। এ বছর পুরস্কার বিজয়ীদের পরিচয় এবং তাদের কাজ ভিন্নভাবে প্রচার করা হবে। হতে পারে, বিজয়ীরা নিজ নিজ দেশেই পুরস্কার গ্রহণ করতে পারবেন। ৎ

এর আগে হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে ১৯৫৬ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি বিষয়ে এবারের নোবেলজয়ীদের নাম ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে ঘোষণা হওয়ার কথা রয়েছে।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ট/ডিএইচ

You may also like