Home সারাদেশ নোয়াখালীতে সাত বছর বয়সী শিশু ধর্ষণ

নোয়াখালীতে সাত বছর বয়সী শিশু ধর্ষণ

by Newsroom

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

অভিযুক্ত আব্দুল হক কাজী (৫৫) একই ইউনিয়নের চরহাছান গ্রামের দায়মুদ্দিন কাজীর ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বুধবার দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আবদুল হক কাজী তাকে চকলেট দেয়ার কথা বলে বসতঘরে নিয়ে ধর্ষণ করে।

গুরুতর আহত অবস্থায় বাড়িতে গিয়ে শিশুটি  তার মাকে জানায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটির পরিবার চরজব্বার থানায় মামলা দায়ের করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: এবার নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আসামি আব্দুল হক পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like