Home সারাদেশ পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

by Shohag Ferdaus
নৌকাডুবি

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ২১ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন, পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেন (৫০)। এ ঘটনায় উজ্জল হোসেন, নাজিম উদ্দিন ও আব্দুল খালেকসহ অন্তত ২০ জনকে উদ্ধার করে সুজানগর ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন উজ্জল হোসেন ও আব্দুল খালেক জানান, চরাঞ্চলে আগাম জাতের পেঁয়াজ লাগানোর কাজ চলছে। শ্রমিকরা প্রতিদিন চরে গিয়ে কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন। বুধবার বিকেলে ৫০-৬০ জন যাত্রী ও শ্রমিক নিয়ে চর থেকে একটি নৌকা কোলচুরী আসার সময় বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে তীব্র বাতাসের মুখে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও ওই দুইজন নিখোঁজ রয়েছেন।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুইজনকে উদ্ধারে কাজ শুরু করেছেন তারা। বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল আসার পর পুনরায় উদ্ধারকাজ শুরু হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like